মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়াতে পারে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২০, ২০২৪, ০৬:২৮ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়াতে পারে ইইউ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বড়সড় একাধিক যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে ওঠার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। এর আগে ইসরায়েলে হামলার হুমকির পাশাপাশি সাইপ্রাসকে কড়া বার্তা দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এখন ইইউভুক্ত দেশ সাইপ্রাসে হামলা করা হলে ইইউও যুদ্ধে জড়িয়ে পড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

গতকাল বুধবার হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসারাল্লাহ সাইপ্রাসকে কড়া বার্তা দিয়ে জানান, ভূমধ্যসাগরের অন্যান্য অংশেও আমরা হামলা চালাতে পারি। ইসরায়েলের পুরো ভূখণ্ডসহ আশেপাশের যেকোনও এলাকার ওপর জলে-স্থলে-অন্তরীক্ষে সুনির্দিষ্ট হামলা করা হতে পারে।

লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস নিজস্ব বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ায় ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহ নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননের ওপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাসরাল্লাহ।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রতিক্রিয়ায় গাজায় অভিযান করতে থাকে তেল আবিব কর্তৃপক্ষ। একদিন পর ৮ সেপ্টেম্বর ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সূত্র: ইনডিপেনডেন্ট অনলাইন (আইওএল)

Link copied!