এপ্রিল ১৭, ২০২৪, ০৪:২৪ এএম
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসরায়েল অবশ্য আগেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের আহ্বান জানিয়েছে। তারা বলছে, সপ্তাহের শেষে ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
দামেস্কে কনস্যুলেটে হামলার ঘটনায় প্রতিশোধস্বরূপ গত ১ এপ্রিল ইসরায়েলে হামলা করে ইরান। এই হামলার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মিত্র দেশগুলো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না ইসরায়েল।
সূত্র: বিবিসি