‘গাজায় বর্ধিত মানবিক বিরতি’ প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৩, ১২:৪০ পিএম

‘গাজায় বর্ধিত মানবিক বিরতি’ প্রস্তাব পাস

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।

চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজায় বর্ধিত মানবিক বিরতি’ প্রস্তাব পাস হয়েছে। পাশাপাশি হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির আহ্বানও এ প্রস্তাবে জানানো হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) এ প্রস্তাব পাস হয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়।

গাজায় মানবিক বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব দেয় মাল্টা। রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১২ সদস্য ভোট দিয়েছে। এ দিকে এ পরিষদের পাঁচ স্থায়ী সদস্যও প্রস্তাবে ভেটো দেয়নি।

এই প্রস্তাবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, রেড ক্রস ও অন্যান্য ‘নিরপেক্ষ’ মানবিক সংগঠনগুলো যেন গাজায় দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে পারে সেজন্য প্রয়োজনীয় সময় ধরে জরুরি ভিত্তিতে বর্ধিত মানবিক বিরতি ও করিডর খুলে দেয়ার আহ্বান জানানো হয়। নিরাপদ ও বাধাহীন চলাচলের নিশ্চয়তা দিতে বলা হয়।

তবে নিরাপত্তা পরিষদে পাস হয়ে গেলেও এই প্রস্তাব পালনে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে। এর আগেও ইসরায়েল নিরাপত্তা পরিষদের আইনি বাধ্যবাধকতা থাকা এ ধরনের অনেক প্রস্তাব অনুযায়ী কাজ করেনি।

তবে এই প্রস্তাবটিতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকলেও ভেটো দেয়নি বলে প্রস্তাবটি ইসরায়েলকে গুরুত্বপূর্ণভাবেই নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে বৈঠকেও ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতের পর পঞ্চম বৈঠকে এসে কোনো প্রস্তাব পাস হলো নিরাপত্তা পরিষদে।
 

Link copied!