গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১২, ২০২৪, ০৫:১৩ এএম

গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’

গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হাসপাতালেও হামলা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও গাজায় দুর্ভিক্ষ এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে ইউএসএআইডি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের গাজায় দুর্ভিক্ষের বিষয়ে মার্কিন মূল্যায়নের ওপর ব্রিফিং করেছেন। এর আগে ইউএসএআইডি প্রধান সামান্থা পাওয়ার বলেন, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মূল্যায়ন করাটা ‘বিশ্বাসযোগ্য’।

বলা হয়, সরাসরি কিছু না বললেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বারবার বলেছেন, গাজার কিছু অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ‘আসন্ন’। জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমরা গাজায় মানবিক সহায়তার’ পরিমাণ বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আগামী দিনগুলো গাজায় সাহায্য বহনকারী ট্রাকের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ‘আমরা জানি গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ, তাই আমরা অবশ্যই এই ধরনের প্রতিবেদনগুলো নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গাজায় সেই সহায়তা আরও বেশি বেশি করে পাঠাতে আমরা ২৪ ঘণ্টা, ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছি।’

এছাড়া ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, গাজায় সাহায্যের প্রবাহ আরও বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে থাকবে’।

Link copied!