অস্ট্রেলিয়া-মালয়েশিয়াসহ একাধিক দেশে রোজা শুরু মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৭:০১ পিএম

অস্ট্রেলিয়া-মালয়েশিয়াসহ একাধিক দেশে রোজা শুরু মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রথম রোজার তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। এসব দেশ জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রোজার মাসের প্রথম তারিখ।

এসব দেশ পৃথকভাবে এ ঘোষণা দিয়েছে। রোববার (১০ মার্চ) আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বিষয়টি জজানানো হয়েছে।

এতে জানানো হয়, অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলীয় ফতোয়া কাউন্সিল, কাউন্সিল অব ফতোয়া এবং শরিয়া আরবিট্রেশনের সহযোগিতায় দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছে, সোমবার শাবান মাস শেষ হবে। ফলে মঙ্গলবার হবে রোজার মাসের প্রথম দিন।

ব্রুনেইয়ে চাঁদ দেখা না যাওয়ার কারণে মঙ্গলবার রোজার মাস শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায়ও চাঁদের দেখা না পাওয়ার কারণে মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।

এদিকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ও ঘোষণা দিয়েছে, সোমবার হবে শাবান মাসের ৩০ তারিখ, মঙ্গলবার রোজার মাসের প্রথম দিন।

অন্যদিকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ পবিত্র রোজার মাসের চাঁদ দেখা গেছে।  প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।

Link copied!