অক্টোবর ২৮, ২০২৩, ০৬:২১ পিএম
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টনে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর মরদেহ শুক্রবার (২৭ অক্টোবর) উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে, লিসবন শহরের কাছের একটি জঙ্গল থেকে কার্ডের মরদেহ উদ্ধার হয়েছে।
ঘটনার পর থেকে রবার্ট আর কার্ড নামের ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে খুঁজতে ৪৮ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অবশেষে তাঁর মরদেহ উদ্ধার হলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছর বয়সী রবার্ট আর কার্ডের শরীরে গুলির চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজেকে গুলি করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, লিসবন শহরের কাছের একটি জঙ্গল থেকে কার্ডের মরদেহ উদ্ধার হয়েছে। একটি রিসাইক্লিং সেন্টারের কর্তৃপক্ষ মরদেহটি খুঁজে পায়। সম্প্রতি ওই রিসাইক্লিং সেন্টার থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।
বুধবার (২৫ অক্টোবর) রাতে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে একটি বোলিং অ্যালিতে হামলা চালান বন্দুকধারী। এর কয়েক মিনিটের মাথায় একটি বারেও হামলা চালান তিনি।
এ হামলার ঘটনায় ১৮ জন নিহত ও ১৩ জন আহত হন। ঘটনার দিন রয়টার্সের প্রতিবেদনে নিহত মানুষের সংখ্যা ২২ বলে উল্লেখ করা হয়েছিল।
হামলার পর বন্দুকধারী পালিয়ে যান। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ সেনা (আপৎকালের জন্য মজুত সেনা) রবার্ট আর কার্ডকে খুঁজতে থাকে নিরাপত্তা বাহিনী।
পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরা থেকে সংগৃহীত কিছু ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, বাদামি সোয়েটার পরা দাড়িওয়ালা এক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র।
মেইন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৫ মাইল উত্তরে অ্যান্ড্রোসকগিন নদীর তীরে লুইস্টন শহরের অবস্থান।
বোডিন শহরে সেনা রিজার্ভের সার্জেন্ট ছিলেন কার্ড। কর্তৃপক্ষ বলছে, কার্ড একজন প্রশিক্ষিত আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক। মেইনের সাকোতে সামরিক রিজার্ভের ঘাঁটিতে দায়িত্ব পালনকালে তিনি পেট্রোলিয়াম সরবরাহ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, রবার্ট আর কার্ড মানসিকভাবে অসুস্থ ছিলেন। ২০২৩ সালের গ্রীষ্মে তিনি একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি ছিলেন। সেখানে দুই সপ্তাহ থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০০২ সালে কার্ড সেনাবাহিনীতে রিজার্ভ সেনা হিসেবে তালিকাভুক্ত হন। তবে তিনি কখনো যুদ্ধে অংশ নেননি।
বুধবার (২৫ অক্টোবর) রাতে মেইন অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বুলেটিনে বলা হয়, সম্প্রতি কার্ডের মধ্যে মানসিক অসুস্থতা দেখা গেছে। তিনি সাকোতে ন্যাশনাল গার্ডের ঘাঁটিতে গুলি করার হুমকি দিয়েছিলেন।