হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৪০ পিএম

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সে এই আগুন লাগে।

বিকাল ৫টার দিকে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়। দুইজনের অবস্থা সংকটাপন্ন এবং আরেকজনের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। নিহতদের একজন দমকল কর্মী, হংকং দমকল বিভাগ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বহুতল ভবনগুলোর নিচ থেকে ওপর পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগের সদস্যরা তৎপরভাবে পানি ছিটাচ্ছেন।

দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনগুলোর ভেতরে এখনো কয়েকজন আটকা পড়ে আছেন, তবে ঠিক কতজন আটকা আছেন তা জানা নেই।

Link copied!