তুরস্কের দাবানলে প্রাণ হারাল ১২ জন, আহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২৪, ১২:২৮ পিএম

তুরস্কের দাবানলে প্রাণ হারাল ১২ জন, আহত ৭৮

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে ১২ জন প্রাণ হারানোর ঘটনায় নিন্দা করেন স্বাস্থ্যমন্ত্রী ফাহরোটিন কোকা। ছবি: বিবিসি

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে সবশেষ অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ৭৮ জন।

শুক্রবার (২১ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দাবানল এখন দিয়ারবাকির ও মারদিন প্রদেশে ছড়িয়ে পড়েছে। এতে ১২ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ৭৮ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দিয়ে এবং পুরো পরিস্থিতি তুলে ধরে এএফপির সংবাদদাতা জানান, বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে। দ্রুতগতিতে সেটা পাঁচটি গ্রামের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। শুক্রবার একটি গ্রামের উপকণ্ঠে নতুন করে একটি দাবানল ছড়িয়ে পড়ে। তবে এখন সেটা নিয়ন্ত্রণে রয়েছে।

দাবানলের সূত্রপাত বৃহস্পতিবার থেকে। এতে শুক্রবার (২১ জুন) পর্যন্ত কয়েক শ’ প্রাণীর মৃত্যু হয়েছে। ছড়িয়ে পড়া আগুন সিরিয়ার সীমান্তবর্তী দিয়ারবাকির এ মারদিন নগরীর মধ্যকার বড় একটি এলাকা পুড়িয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি

Link copied!