ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যটিতে মৃতের সংখ্যা এখন ১৫ জনে উন্নীত হয়েছ। এছাড়া তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যাও ছয় লাখের গণ্ডি ছাড়িয়েছে।
আসাম রাজ্য সরকারের বন্যা সংক্রান্ত বুলেটিনে বলা হয়, ধীরে ধীরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘূর্ণিঝড় ‘রেমাল’-পরবর্তী বৃষ্টির জেরেই বন্যা হচ্ছে। দিন দিন এই পরিস্থিতির অবনতি হচ্ছে। গতকাল শনিবার আসামে নতুন করে প্রাণ হারায় আরও তিনজন। এখন এই সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
বন্যায় ১০ জেলা ক্ষতিগ্রস্ত
গত শুক্রবার পর্যন্ত আসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা ছিল সাড়ে তিন লাখ।
সেখান থেকে একদিনের মধ্যেই ছয় লাখের গণ্ডি ছাড়িয়েছে। শুধু নগাঁও জেলায় বন্যাকবলিতদের সংখ্যা আড়াই লাখেরও বেশি। আসামের বিপর্যয় মোকাবেলা বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি জেলা।
গত শুক্রবার পর্যন্ত আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল সাড়ে তিন লাখ। সেখানে একদিন পরই অর্থাৎ শনিবার তা ছাড়িয়ে গেছে ৬ লাখের গণ্ডি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির নগাওঁ জেলা। শুধু সেখানেই বন্যাকবলিত মানুষের সংখ্যা আড়াই লাখের বেশি।
সূত্র: আইবিসি২৪ নিউজ