বিয়ের অনুষ্ঠানে নাচার সময় ফ্লোর ধস, বর-কনেসহ হাসপাতালে ৩৯

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৭:২০ পিএম

বিয়ের অনুষ্ঠানে নাচার সময় ফ্লোর ধস, বর-কনেসহ হাসপাতালে ৩৯

ডান্স ফ্লোর ধসের পর কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: এক্স

বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন বিয়েতে আসা অতিথি ও বর-কনে। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে বর ও কনেসহ ৩৯ অতিথি ২৫ ফুট নিচে পড়ে যান। ইতালিতে ঘটেছে এ ঘটনা।
গত ১৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে ইতালিতে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এ ঘটনায় বিয়ের দিন অতিথিদের কাটাতে হয়েছে হাসপাতালে। বর পাওলো মুগনাইনি এবং ইতালি-আমেরিকান কনে ভ্যালেরিয়া (২৬) তাদের বিয়েতে অন্তত ১৫০ জনকে নিমন্ত্রণ জানান।

পাওলো চিকিৎসকদের বলেন, সবাই অনুষ্ঠান উপভোগ করছিলেন, আনন্দে ছিলেন। কিন্তু এরপরেই এক অন্ধকার জায়গায় আমি নিজেকে খুঁজে পাই। এরপরে দেখি অনেকে আমার ওপর পড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে এবং আরও ১০ জন মাঝারি আহত হয়েছেন। তাদের সবাইকে ইতালি পিস্তোয়ায় সান জ্যাকোপো হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সবার অবস্থা স্থিতিশীল।

বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর মালিক স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, তারা বুঝতে পারছেন না কীভাবে এ ধসের ঘটনা ঘটল। তারা এ ঘটনাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন। 

উল্লেখ্য, এরইমধ্যে আহত নবদম্পতি ভেন্যু কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।  

Link copied!