ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৭, ২০২৪, ১২:১৫ পিএম

ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি ফ্রান্সের

রাশিয়াকে মোকাবেলা করতে ইউক্রেনকে ‘মিরাজ ২০০০-৫’ মডেলের যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। দেশটি এমন সময়ে অস্ত্র সরবরাহের ইউক্রেনকে এই প্রতিশ্রুতি দিলো যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই নিয়ে দ্বিধায় আছে।

শুক্রবার ফ্রান্সের আইনসভার নিম্ন কক্ষে ভাষণের আগেই ইম্যানুয়েল ম্যাক্রোঁ গতকাল বৃহস্পতিবার (৬ জুন) টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইউক্রেনকে এই প্রতিশ্রুতি দেন। তবে বিমানের সংখ্যা, আর্থিক লেনদেন বা হস্তান্তরের সময় সম্পর্কে কিছু জানাননি তিনি। সেই বিমান চালাতে চলতি বছরের গ্রীষ্মেই ফ্রান্সে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নাৎসি জার্মানির হাত থেকে ইউরোপকে মুক্ত করার উল্লেখযোগ্য দিন ‘ডি-ডে’র ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে ফ্রান্সে বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সুবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তিনি। ফ্রান্স সফরেও পশ্চিমা বিশ্বের কাছে আরও সামরিক সহায়তা প্রার্থনা করেছেন জেলেনস্কি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, সিএনএন

Link copied!