আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ঝুঁকিতে ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২৪, ০৯:৫৯ এএম

আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে ঝুঁকিতে ফ্রান্সের প্রেসিডেন্ট

হঠাৎ করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। নিজের দেশের ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়েই এই ঘোষণা দেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, আগাম জাতীয় নির্বাচনের এ ঘোষণা দিয়ে ঝুঁকিতে আছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

বুথফেরত জরিপে বড় ব্যবধানে পিছিয়ে আছে ম্যাক্রোঁ সমর্থিত দল। এ কারণে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি। ঘোষণা দেন, আগামী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপের ভোটের জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

গতকাল রোববার ইউরোপীয় পার্লামেন্ট ২১ দেশে ভোটগ্রহণ হয়। বৃহস্পতিবার এই ভোট শুরু হয়। কারণ ৬-৯ জুনের মধ্যে যেকোনো দিন ভোটগ্রহণের সুযোগ ছিল সদস্য দেশগুলোর। কোনো কোনো দেশে দুইদিনব্যাপীও ভোটগ্রহণ হয়েছে।

বুথফেরত জরিপের ফলাফল
গতকাল রোববার বুথফেরত জরিপের ফলাফল আসতে শুরু করে। সে সময় দেখা যায়, এই নির্বাচনে সার্বিকভাবে ডানপন্থী দলগুলো ভালো করেছে। যদিও মধ্যপন্থী, উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে ৭২০ আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ একটি ফলাফল পেতে যাচ্ছে। কিন্তু তারপরেও জরিপের ফল অনুযায়ী ম্যাক্রোঁর দল রেনেসাঁ বড় ধরনের ধাক্কা খায়।

বুথফেরত জরিপের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নির্বাচনে ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র‌্যালি পেতে যাচ্ছে ৩২ শতাংশ ভোট। এখন দলটির নেতৃত্বে আছেন ২৮ বছর বয়সের জর্দান বারদেলা।

এই নির্বাচনে ম্যাক্রোঁর দল রেনেসাঁ ১৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে যা ন্যাশনাল র‌্যালির চেয়ে অর্ধেকেরও কম। অন্যদিকে সোশ্যালিস্টরা পেতে যাচ্ছে ১৪ শতাংশ ভোট।

আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে যা বললেন ম্যাক্রোঁ
গতকাল রোববার আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ বলেন, “স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ সময়। আমি আপনাদের বার্তা ও উদ্বেগ শুনেছি এবং আমি সেগুলো বিনা জবাবে এড়িয়ে যেতে পারি না। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।”

বিশ্লেষকদের দৃষ্টিতে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে ইম্যানুয়েল ম্যাক্রোঁ ঝুঁকি নিয়েছেন। ম্যাক্রোঁর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ন্যাশনাল র‌্যালি দলের নেতা মেরিন লে পেন বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ আমাদের ওপর আস্থা রাখলে ক্ষমতা গ্রহণে আমরা প্রস্তুত।”

সূত্র: এপি

Link copied!