শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৩, ০৫:৩৫ পিএম

শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

শুক্রবার বিকেল চারটায় প্রথম ধাপে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। শুক্রবার গাজার স্থানীয় সময় সকাল ৭টায় এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল-আনসারি বলেছেন, আগামীকাল সকাল সাতটায় (স্থানীয় সময়) চার দিন গাজায় যুদ্ধবিরতি থাকবে। চুক্তি অনুযায়ী শুক্রবার বিকেল চারটায় প্রথম ধাপে ১৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে।

কাতারের মধ্যস্থতায় গত বুধবার জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। এ চুক্তির আওতায় ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশু কয়েদিকে মুক্তি দেবে ইসরায়েল। এর বিনিময়ে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তাঁদের একটি প্রাথমিক তালিকা হাতে পেয়েছে তারা। ইতিমধ্যে জিম্মিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে তারা।

Link copied!