ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আহত

আল জাজিরা

ডিসেম্বর ২২, ২০২৩, ০৫:২৭ পিএম

ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আহত

ছবি: সংগৃহীত

হামাস–নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ ইসরায়েলি বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন। গাজার রাফাহর উত্তরাঞ্চলে গত রাতের হামলায় আহত হন তিনি।

আল-জাজিরার এক প্রতিবেদনের তথ্য, ওই এলাকায় বোনের বাড়িতে ছিলেন মুনির। এ সময় ইসরায়েলি বাহিনী ওই এলাকায় নির্বিচার বোমা হামলা চালায়। হামলায় পরিবারের সদস্যসহ আহত হন তিনি। আবাসিক ভবনে হামলায় মুনিরের মেয়ে প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া আবাসিক ভবনে রাতের হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপ পড়ে আছেন। তাই নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

খান ইউনিসের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজার বুরেজি, মাঘরাজি ও নুসেইরাতের শরণার্থীশিবিরে হামলার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে গাজা নগরীর উত্তরাঞ্চল এবং জাবালিয়া শহর ও সেখানকার শরণার্থীশিবিরে।

Link copied!