সোনার খনির সন্ধান মিললো সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:০২ পিএম

সোনার খনির সন্ধান মিললো সৌদি আরবে

ছবি: সংগৃহীত

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা অঞ্চলের আল খুরমাহতে অবস্থিত মানসুরাহ মাসারাহ সোনার খনির দক্ষিণে ১০০ কিলোমিটার প্রসারিত বড় এই সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গেছে। এগুলো কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা পাওয়া গেছে। নমুনায় প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয়, সোনার খনির সন্ধানে তারা ২০২২ সালে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার মজুত আবিষ্কৃত হলো।

সোনার মজুত পাওয়ার পর ২০২৪ সালে প্রতিষ্ঠানটি এ অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালানোর ঘোষণা দিয়েছে। মাদেনের প্রধান নির্বাহী রবার্ট উইল্ট রয়টার্সকে বলেন, গত অক্টোবর মাসে মাদেন সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে। 

 

Link copied!