ডোনাল্ড ট্রাম্পকে হামলার লক্ষ্যেই সমাবেশে গুলি: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৪, ২০২৪, ১২:৩৫ পিএম

ডোনাল্ড ট্রাম্পকে হামলার লক্ষ্যেই সমাবেশে গুলি: এফবিআই

সমাবেশে গুলিবিদ্ধ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার লক্ষ্যেই সমাবেশে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। সিক্রেট সার্ভিসের সদস্যদের বরাতে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর এক বিবৃতিতে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে নিয়োজিত বিশেষ এজেন্ট কেভিন রোজেক জানান, স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা ‌‘হত্যা চেষ্টা’ হিসেবে চিহ্নিত করছি।

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের সমাবেশস্থলটিকে ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ অর্থাৎ এখনও নিরাপদ নয় বলেও উল্লেখ করেন তিনি। এর আগে শনিবার (১২ জুলাই) স্থানীয় সময় সোয়া ছয়টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। জানা গেছে, গুলিতে ট্রাম্পের ডান কান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সমাবেশ থেকে ২০০-৩০০ ফুট দূরে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

টমাস ম্যাথিউ ক্রুকস-ডোনাল্ড ট্রাম্প

এফবিআই এজেন্ট কেভিন রোজেক জানান, এ ঘটনার মূল হোতাকে খুঁজে বের করতে ও হামলার পেছনের কারণ জানতে কঠোরভাবে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে জনসাধারণের সহযোগিতাও চেয়েছেন তিনি। কারও কাছে প্রয়োজনীয় তথ্য থাকলে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তদন্তে এফবিআই যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য থেকে তদন্তকারী এজেন্ট ও প্রমাণ সংগ্রহের জন্য বিশেষ টিম এবং অন্যান্য কর্মীদের মোতায়েনের বিষয়টি জানান। এ ছাড়া ‘বায়োমেট্রিক নিশ্চিতকরণের মাধ্যমে’ বন্দুকধারীকে শনাক্তের চেষ্টাও চলছে বলে জানান তিনি।

ট্রাম্প-সমাবেশ-হামলা
ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলা থেকে বেঁচে যাওয়া দুজন সমর্থক একে অপরকে জড়িয়ে ধরেছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ছবি: এনবিসি

কোন ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে বা কতগুলো গুলি চালানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “এখনও কিছু জানি না। তদন্ত চলছে।”

ট্রাম্পকে গুলি করা যুবকের নাম প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি করা যুবকের নাম প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্পকে যিনি গুলি করেছেন তার নাম- টমাস ম্যাথিউ ক্রুকস (২০)। সমাবেশে হামলাকারী যুবক যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় বসবাস করেন।

এএফপির বরাত দিয়ে এনবিসি ও সিবিএসের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা টমাস ম্যাথিউ ক্রুকসকে সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে এফবিআই।

Link copied!