আরাফাত অভিমুখে হাজীরা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১০:৩৬ এএম

আরাফাত অভিমুখে হাজীরা

ছবি: সংগৃহীত

মিনায় অবস্থানের পর দলে দলে আরাফাতের ময়দানের অভিমুখে এগোচ্ছেন হাজীরা।

এর আগে গতকাল শুক্রবার (১৪ জুন) শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। এদিন হাজীরা মিনায় রাত্রিযাপন করেন। এরপর সূর্যাস্তের পূর্বেই আরাফাতের উদ্দেশ্যে রওনা দেন তারা।

হজের নিয়ম অনুযায়ী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হাজীরা সমবেত হন। এরপর সেখানে অবস্থান করেন তারা।

এবার হজের খুতবা দেবেন শেখ মাহের। আরাফাতের মসজিদ আল নামিরাহে হাজিদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া এই মসজিদ থেকে জোহর ও আসরের নামাজের ইমামতিও করবেন তিনি।

এরপর সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে মাগরিব ও এশার নামাজ পড়বেন। ওই সময় জামারায়ে আক্বাবায় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপের জন্য তারা নুড়ি পাথরও সংগ্রহ করবেন।

মুজদালিফায় হজযাত্রীরা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। এরপর ফজরের নামাজ পড়ে আবারও তারা মিনায় চলে যাবেন।

Link copied!