হামাসের প্রস্তাব অযৌক্তিক, যুদ্ধবিরতির প্রস্তাবে ‘না’ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৪, ১০:৩২ এএম

হামাসের প্রস্তাব অযৌক্তিক, যুদ্ধবিরতির প্রস্তাবে ‘না’ ইসরায়েলের

যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে বেনইয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

উল্টো এবার রাফাহ শহরে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছেন তিনি। ইসরায়েলি হামলার মুখে গাজার অন্যান্য এলাকা থেকে শহরটিতে আশ্রয় নিয়েছেন প্রায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।

হামাসের পক্ষ থেকে ৪২ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয় ইসরায়েলকে। এই নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘হামাস যে প্রস্তাব দিয়েছে তাতে ‘অযৌক্তিক’ দাবিদাওয়া উত্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাফাহ শহরকেন্দ্রিক অভিযানের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে পরিকল্পনা করেছে তা অনুমোদন করেছে মন্ত্রিসভা।’

Link copied!