যুদ্ধবিরতির তৃতীয় দিনে ৪ বছরের শিশুসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৩, ০১:০৭ পিএম

যুদ্ধবিরতির তৃতীয় দিনে  ৪ বছরের শিশুসহ ১৭ জিম্মিকে মুক্তি  দিয়েছে হামাস

ছবি: সংগৃহীত

চুক্তি অনুযায়ী,  চার দিনের যুদ্ধবিরতির তৃতীয় দিনে রবিবার ( ২৬ নভেম্বর ) গাজা উপত্যকা থেকে আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ বছর বয়সী এক মার্কিন শিশুও আছে। একই দিন ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, গতকাল তারা ১৩ জন ইসরায়েলি, ৩ জন থাই এবং ১ জন রুশ নাগরিককে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস বলেছে, গাজা থেকে মুক্তি পাওয়া ১৭ জিম্মিকে তারা সফলভাবে স্থানান্তর করেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলও তাদের কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। তারা সবাই কিশোর-কিশোরী।

শুক্রবার ( ২৪ নভেম্বর ) থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে। এর আওতায় ধাপে ধাপে ৫০ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা।

গতকাল ৪ বছর বয়সী যে মার্কিন শিশুকে মুক্তি দেওয়া হয়েছে, তার নাম আবিগাইল এডান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার দিন ওই শিশুর সামনেই তার মা-বাবাকে হত্যা করেছে হামাস। তখন থেকে শিশুটি হামাসের কাছে ছিল। “ও যা সহ্য করেছে, তা চিন্তারও বাইরে।”

জো বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, আমরা চাই যুদ্ধবিরতি অব্যাহত থাকুক। চারদিনের যুদ্ধবিরতি সোমবার ( ২৭ নভেম্বর )শেষ হওয়ার কথা। গতকালই ৩৯ ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের কারাগার কর্তৃপক্ষ গতকাল এই তথ্য নিশ্চিত করে।

হামাস বলেছে, ইসরায়েল থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার সংখ্যা বাড়ানোর জন্য তৎপরতা চালানো হলে তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল গাজা উপত্যকার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সাথে দেখা করেছেন। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তির ব্যাপারে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, সাময়িক এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তিনি রাজি আছেন, তবে বর্ধিত সময়ে প্রতিদিন ১০ জন করে বন্দীকে মুক্তি দিতে হবে।

নেতানিয়াহু বাইডেনকে আরও বলেছেন, যুদ্ধবিরতি শেষে ইসরায়েল আবারও তাদের লক্ষ্য অর্জনে পূর্ণ শক্তি প্রয়োগ করবে।

শুক্রবার ( ২৪ নভেম্বর ) যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এদের মধ্যে ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু, ১০ জন থাই ও একজন ফিলিপিনো নাগরিক ছিলেন। বিনিময়ে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।  সোমবার( ২৭ নভেম্বর ) যুদ্ধবিরতির শেষ দিন।

শনিবার ( ২৫ নভেম্বর ) যুদ্ধবিরতির  দ্বিতীয় দিনে ১৩ ইসরায়েলি ও ৪ থাই জিম্মিসহ মোট ১৭ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে এদিনও ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সমঝোতা অনুসারে, চার দিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।

 

Link copied!