গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি শুরু

চুক্তি মেনে ২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৩, ১১:০৭ পিএম

চুক্তি মেনে ২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস

চুক্তি অনুযায়ী ১২ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। ছবি: সংগৃহীত

চার দিনের যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইসরায়েলের নাগরিক ১৩ জন এবং থাইল্যান্ডের নাগরিক ১২ জন।

এ বিষয়ে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে ইসরায়েলি ১৩ জিম্মিকে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। একইভাবে থাইল্যান্ডের ১২ কৃষককেও রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে আজ ছেড়ে দেওয়া হবে বলে ইসরায়েলি সূত্রে জানা গেছে। যেকোনো সময় তাঁদের ছাড়া হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এ যুদ্ধবিরতি থাকবে চার দিন। চুক্তির শর্তে ছিল, এই চার দিন সময়ের মধ্যে হামাস অন্তত ৫০ জন জিম্মিকে ছেড়ে দেবে এবং ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে।

Link copied!