 
						
                            ছবি: সংগৃহীত
বিকল হওয়া হেলিকাপ্টার ঝুলিয়ে বহনের সময় ভূপাতিত হয়েছে। এই দুর্ঘটনা ভারতের ভীমবালি সংলগ্ন এলাকায় ঘটেছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।
জানা গেছে, ভারতের কেদারনাথ ধামে (সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান) শনিবার সকালে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকাপ্টার বিকল হয়ে যায়। পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ চপার নামে একটি হেলিকাপ্টার বিকল হয়ে যাওয়া হেলিকাপ্টারটি উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় এমআই-১৭ চপারের সঙ্গে বিকল ওই হেলিকাপ্টার শক্ত চেন দিয়ে বেঁধে আকাশে উড়াল দেয়। পরে কেদারনাথ ও গৌচরের মধ্যবর্তী স্থানে ভীমবালির উপকণ্ঠে পৌঁছালে চেন ছিঁড়ে ভূপাতিত হয় বিকল হেলিকাপ্টারটি।

দেশটির উত্তরাখণ্ডে সম্প্রতি ভারী বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতি রয়েছে। সেজন্য আগস্টের বেশির ভাগ সময়ই কেদারনাথ যাত্রায় পূণ্যার্থীদের জন্য সড়ক পথ বন্ধ ছিল। ফলে পূণ্যার্থীদের বড় একটি অংশ তীর্থযাত্রার জন্য হেলিকাপ্টারটি ব্যবহার করে আসছিল।
এই দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর আসেনি। তবে এই ঘটনায় কেদারনাথসহ আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    