উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, ২৪ সেনাসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ১১:০৭ এএম

উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, ২৪ সেনাসহ নিহত ২৫

সংগৃহীত ছবি

পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় হতাহত সেনাদের উদ্ধারে নিয়োজিত থাকা অবস্থায় সেনাবিাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ২১ সৈন্যসহ ২৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডওয়ার্ড বুবা এ তথ্য জানান।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ২৪৯ কিলোমিটার দূরে বিমান বিধ্বস্ত হলে সেনাদের প্রাণহানী ঘটে।  

এডওয়ার্ড বুবা বলেন, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে ৭জন আহতসহ ২১ জন সৈন্য ছিলেন। এছাড়া, দুই পাইলট এবং দুজন ক্রু সদস্য ছিলেন। সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হতাহত সৈন্যদের উদ্ধার অভিযানের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে, স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম লিডারশীপের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি চুকুবায় বিধ্বস্ত হওয়ার আগে সন্ত্রাসীদের হামলায় আহত ও নিহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ছিল। সশস্ত্র সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে বিমানটি বিধ্বস্ত করে থাকতে পারে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

Link copied!