নভেম্বর ২৫, ২০২৪, ১১:৩৬ এএম
লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ্ গেরিলারা ইসরাইলের ভূখন্ড বরাবর একদিনই প্রায় আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলের উত্তর ও মধ্যভাগে বেশ কিছু লোক আহত হয়েছে এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক পরতিবেদনে জানা যায়, শনিবার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরাইল বিমান হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ছোড়া প্রায় আড়াইশ’ ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরাইল প্রবেশ করেছে। এর আগে রোববারই ১৬০টি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল তারা। ইসরাইলি বাহিনীর দাবি, এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে।
পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলও। লেবাননের সশস্ত্র বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা। এতে বেশ কয়েকজন হতাহত হয়।
চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় লেবাননের শিক্ষা মন্ত্রণালয় আগামী জানুয়ারি পর্যন্ত বৈরুতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বৈরুতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।