ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, বর-কনেসহ ১০০ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০২:২৮ পিএম

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, বর-কনেসহ ১০০ জনের মৃত্যু

হামদানিয়া জেনারেল হাসপাতালের বাইরে ইরাকের সৈন্য ও জরুরি পরিষেবার কর্মীদের দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ইরাকের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে অন্তত ১০০ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অগ্নিকাণ্ডে বর-কনেও নিহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায়  এই ঘটনা ঘটে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরবেলায়ও বিয়ের সেই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিয়ের হলঘরের পুড়ে যাওয়া ছবি দেখা গেছে।

বিবিসি বলছে, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকি নিউজ এজেন্সি নিনা’র পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে বিয়ের অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যাচ্ছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে। অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে, স্বল্পমূল্যের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।’

Link copied!