কতজন আটকে আছেন আল-শিফা হাসপাতালের ভেতর

বিবিসি

নভেম্বর ১৫, ২০২৩, ০২:৩৬ পিএম

কতজন আটকে আছেন আল-শিফা হাসপাতালের ভেতর

ছবি: সংগৃহীত

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর সরাসরি অভিযানকে কেন্দ্র করে সেখানে হাজারো রোগী ও বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবরুদ্ধ মানুষদের সংখ্যা ঠিক কত, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আল-শিফা হাসপাতালে প্রায় ৭০০ রোগী, ৪০০ হাসপাতাল কর্মী ও ৩ হাজার বেসামরিক নাগরিক আছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অন্তত ২ হাজার ৩০০ মানুষ হাসপাতালের ভেতর আটকা পড়েছেন। এর মধ্যে ৬৫০ জন রোগী, ২০০ থেকে ৫০০ জন কর্মী এবং ১ হাজার ৫০০ বেসামরিক নাগরিক।

জাতিসংঘের তথ্য অনুসারে, কয়েক দিনের বিমান হামলা ও লড়াইয়ের কারণে হাসপাতালের ভেতর কমপক্ষে ২ হাজার ৩০০ রোগী, চিকিৎসাকর্মী ও বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক আটকে পড়েছেন।

চিকিৎসাকর্মীদের তথ্য অনুসারে, মঙ্গলবার নাগাদ ওই হাসপাতালে ৩৬টি নবজাতক ছিল। তাদের কীভাবে হাসপাতাল থেকে নিরাপদে সরানো হবে, তা নিয়ে কর্তৃপক্ষ উদ্বেগ জানান। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, নবজাতকদের সরাতে তারা ইনকিউবেটর সরবরাহ করবে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ নভেম্বর ) দিবাগত রাত দুইটার পরপর হাসপাতালটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাসকে লক্ষ্য করে সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী বরাবরই দাবি করে আসছে, হাসপাতালটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকবারই আল-শিফা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এবারই প্রথম তারা সরাসরি হাসপাতালটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।

Link copied!