চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৩, ১০:১১ এএম

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

ভূমিকম্পের পর চলছে উদ্ধার কার্যক্রম। ছবি: রয়টার্স

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে  ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২৩০ জন। স্থানীয় সময় সোমবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৯ মাত্রার। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর পরই উদ্ধারকাজ শুরু হয়েছে।

চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। প্রায়ই বিভিন্ন অঞ্চলে ছোট-বড় ভূমিকম্প আঘাত হানছে।

Link copied!