আগস্ট ৪, ২০২৩, ০৫:১৬ পিএম
২০২০ সালে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওই নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির আদালতে শুনানিতে হাজির হয়ে সাবেক প্রেসিডেন্ট এ দাবি করেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, শুনানি শেষে আদালত থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নির্দোষ, এই মামলা রাজনৈতিক এক প্রতিপক্ষের নিপীড়ন।”
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট এনিয়ে গত চারমাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি মামলার শুনানিতে হাজিরা দিলেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।ওয়াশিংটনের জেলা জজ তানিয়া চুটকানের আদালতে ওই মামলার পরবর্তী কার্যক্রম চলবে।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে চালায় ডোনাল্ড ট্রাম্পের কয়েক শ’ উগ্র সমর্থক। ক্যাপিটাল হিলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা বা কংগ্রেস ভবন অবস্থিত। ওই নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য মার্কিন আইনপ্রণেতারা যখন পার্লামেন্ট হাউজ ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে বসেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকশ উগ্র সমর্থক সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশের বাধা ভেঙে ভবনে ঢুকে পড়ে ও ভাঙচুর চালায়।
ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের এক তদন্তে সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়ার চেষ্টা ও নাগরিক অধিকারের বিপক্ষে ষড়যন্ত্র- এই চারটি অভিযোগ আনা হয়।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে শর্ত দেওয়া হয় যে তিনি কোনো অ্যাটর্নি ছাড়া মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
ট্রাম্প দাঁড়িয়ে ডান হাত তুলে শর্ত মেনে চলবেন জানানোর পাশাপাশি শর্ত মেনে একটি কাগজে সইও করেন।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ৪ অভিযোগের বিষয়ে ট্রাম্প কী বলবেন-আদালত জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি নির্দোষ।” আদালতে অপরাধ প্রমাণিত হলে ডোনাল্ড ট্রাম্পের ২০ বছরের সাজা হতে পারে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।