সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প

‘আমার মারা যাওয়ার কথা ছিল, আমার এখানে থাকার কথা নয়’

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ০৪:০১ পিএম

‘আমার মারা যাওয়ার কথা ছিল, আমার এখানে থাকার কথা নয়’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে নির্বাচনি প্রচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় গুরুতর আহত হন।

হামলার অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প (৭৮) বলেছেন, ‍“আমার মৃত্যুবরণের কথা ছিল। ভাগ্য বা ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। সবচেয়ে অবিশ্বাস্য ও অলৌকিক ব্যাপার ছিল, আমি আমার মাথা সঠিক সময়ে ঘুরিয়েছিলাম এবং সঠিকভাবে ঘুরাতে সক্ষম হয়েছিলাম।”

গতকাল রোববার (১৪ জুলাই) ওয়াশিংটন এক্সামিনারের সাংবাদিক বায়রন ইয়র্ককে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এ সময় ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করেন, কান ঘেঁষে চলে যাওয়া বুলেটে সহজেই প্রাণ হারাতে পারতাম। আমার এখানে থাকার কথা নয়। আমি মারা যেতে পারতাম।”

সমাবেশে হামলার ঘটনায় উপস্থিত একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত সাবেক দমকল প্রধান কোরি কম্পেরাটোর তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। অন্যদিকে পুলিশের গুলিতে নিহত বন্দুকধারী হলেন- টমাস ম্যাথিউ ক্রুকস।

ছবি: সংগৃহীত

সমাবেশে ডোনাল্ড ট্রাম্প নিজেকে গুলি করার মুহূর্তের কথা স্মরণ করে ওয়াশিংটন এক্সামিনারকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভিড়ের মধ্যে থাকা সমর্থকদের শক্তি অবিশ্বাস্য ছিল। এটা বর্ণনা করা কঠিন। কিন্তু আমি জানতাম বিশ্ব দেখছে। আমাকে তাদের জানাতে হয়েছিল, আমরা ঠিক আছি।”

স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়ায় সমাবেশে বক্তৃতা শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই তাকে লক্ষ্য করে গুলি করেন বন্দুকধারী। গুলিবিদ্ধ হওয়ার পর ডান কান আঁকড়ে ধরে মঞ্চেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তমাখা চেহারা নিয়ে উঠে দাঁড়ান ট্রাম্প। সেই সঙ্গে শূন্যে ছুড়তে থাকেন মুষ্টিবদ্ধ দুই হাত। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের এজেন্টরা মঞ্চে ছুটে আসেন। ডোনাল্ড ট্রাম্পকে নিরাপত্তা দিতে তাকে চারদিক থেকে ঘিরে ফেলেন তারা।

সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলার পর শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার ‘ফাইট’ অর্থাৎ ‘লড়াই’ শব্দটি চয়ন করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “এই হত্যা প্রচেষ্টা আমার ওপর ব্যাপক আকারে প্রভাব ফেলেছে।”

শনিবারের ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প নিরাপদ থাকায় আমি ‘কৃতজ্ঞ’।

Link copied!