দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৯, ২০২৩, ০১:২৭ এএম

দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

সংগৃহীত ফাইল ছবি

তিন বছরের কারাদণ্ডাদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান।

স্থানীয়ে সময় মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে এই আপিল আবেদন করা হয়েছে। ইমরান খানের আইনজীবী ও তাঁর আইনবিষয়ক মুখপাত্র নঈম হায়দার পাঞ্জোথা এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেনে বলা হয়, শনিবার তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। আদালতের ওই দন্ডাদেশ চ্যালেঞ্জ করে ইমরান খান মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন।

প্রসঙ্গত, তোশাখানা মামলায় গত শনিবার ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ওই দণ্ডাদেশের পরই ইমরান খানকে গ্রেপ্তার করে  অ্যাটক কারাগারে রাখা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান বিদেশি বিশিষ্টজনদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেই রাষ্ট্রীয় সম্পদ তিনি ‘বেআইনিভাবে’ বিক্রি করে দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়। এ নিয়ে ‘সচেতনভাবে মিথ্যা বলার’ দায়ে অভিযুক্ত করে সাবেক এই প্রধানমন্ত্রীকে ওই সাজা দেন আদালত।  

Link copied!