ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে, আশঙ্কা স্ত্রী বুশরা বিবির

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৯, ২০২৩, ১২:৪০ পিএম

ইমরানকে বিষ প্রয়োগ করা হতে পারে, আশঙ্কা স্ত্রী বুশরা বিবির

সংগৃহীত ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে ‘বিষ প্রয়োগ করা হতে পারে’ বলে আশঙ্কা করেছেন তার স্ত্রী বুশরা বিবি। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে লেখা এক চিঠিতে বুশরা বিবি এমন উদ্বেগ প্রকাশ করেন।

ওই চিঠিতে ইমরান খানের স্ত্রী বলেন, “আইন অনুযায়ী আমার স্বামীতে আদিয়ালা জেলে স্থানান্তর করার কথা থাকলেও কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাকে অ্যাটক কারাগারে বন্দি করে রাখা হয়েছে।”

চিঠিতে ইমরানের স্ত্রীর দাবি, ইমরান খান একজন অক্সফোর্ড স্নাতক ও দেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। পাকিস্তান তেহরিক-ইনসাফ পার্টির প্রধানের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা বিবেচনা করে কারাগারে তাকে ‘বি’ শ্রেণির সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তবে অ্যাটক কারাগারে এ ধরনের সুযোগ-সুবিধা নেই।

প্রসঙ্গত, তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়ায়  পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন ইমরাস খান। তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষনা করেছে দেশটির নির্বাচন কমিশন। গত বছরের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকেই একের পর এক আইনি জটিলতায় পড়েছেন ইমরান খান।

Link copied!