২০২৬ সালের জানুয়ারিতে ডেঙ্গুর টিকা বাজারে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্যাকসিন প্রস্তুতকারক ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)।
প্রতিষ্ঠানটির এক শীর্ষ নির্বাহীর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।
আইআইএলের ব্যবস্থাপনা পরিচালক কে আনন্দ কুমার বলেন, `১৮-৫০ বছর বয়সী প্রায় ৯০ জনের ওপর ডেঙ্গুর ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ট্রায়াল পরিচালিত হয়েছে। ট্রায়ালে কারও ওপর কোনো প্রতিকূল প্রভাব দেখা যায়নি।`
তিনি বলেন, `আমাদের প্রথম ধাপের ট্রায়াল শেষের দিকে। এরপর আমরা পরের ধাপে যাব। এতে অন্তত ২-৩ বছর সময় লাগবে। তাই, ডেঙ্গুর ভ্যাকসিনের বাণিজ্যিক যাত্রা ২০২৬ সালের জানুয়ারিতে হতে পারে বলে আশা করছি।`
প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা দেখা হয় বলে উল্লেখ করেন তিনি।
আইআইএল ছাড়াও ভারতের সেরাম ইনস্টিটিউট এবং প্যানাসিয়া বায়োটেক ডেঙ্গুর টিকা তৈরির কাজ করছে।