আগস্ট ১৫, ২০২৪, ০৭:৫৩ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “বাংলাদেশের অগ্রগতিতে ভারত সবসময় শুভাকাঙ্ক্ষী। আমরা সবসময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার হবো।”
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে বাংলাদেশ সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।
দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান নরেন্দ্র মোদি বলেন, “আমরা আশা করি, বাংলাদেশে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, সেখানে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।”
তিনি আরও বলেন, “প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”
১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নরেন্দ্র মোদি বলেন, “আমরা আশা করছি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিরাপদে থাকবেন।”