ট্রাম্পের প্রচারণা ক্যাম্পের ভেতরের তথ্য হ্যাক, অভিযোগের তীর তেহরানের দিকে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ১১:২৬ এএম

ট্রাম্পের প্রচারণা ক্যাম্পের ভেতরের তথ্য হ্যাক, অভিযোগের তীর তেহরানের দিকে

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ক্যাম্পের ভেতরকার কিছু হ্যাক করা হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে তেহরানকে দুষছে ওয়াশিংটনের ট্রাম্প সমর্থকরা। যদিও সরাসরি তথ্যপ্রমাণ না দিলেও ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববিরোধের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণাকারীদের এই অভিযোগ তোলার আগেই সংবাদধর্মী ওয়েবসাইট পলিটিকোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, চলতি বছর বছর জুলাই থেকেই বেনামি একটি উৎস থেকৈ তারা ই-মেইল পেতে শুরু করে। এসব মেইলে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ক্যাম্পের অভ্যন্তরীণ ও গোপন তথ্য সন্নিবেশিত ছিল।

বিশেষ করে বেনামি ওই উৎস থেকে পাওয়া মেইলে ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্সের ‘সম্ভাব্য দুর্বলতা’ নিয়েও বেশ কিছু তথ্য ছিল বলে পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে। এসব বিষয়ে বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা ক্যাম্পের মুখপাত্র স্টিভেন চিউং। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষ বিদেশি শক্তির কাছ থেকে এসব নথি অবৈধভাবে পাওয়া গেছে। এর মধ্যে চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা রয়েছে।”

এদিকে ট্রাম্পের প্রচারণাকারীরা রয়টার্সকে অভিযুক্তদের পরিচয় ও তাদের লক্ষ্য সম্পর্কে খোলাসা করে কিছু বলেননি। বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র দপ্তর বা জাতিসংঘ প্রতিনিধি তাৎক্ষণিক মুখ খোলেনি। তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ একটা বিষয়। এতে ইরান কখনোই হস্তক্ষেপ করতে পারে না।

 

Link copied!