ইসরায়েলে ভয়ংকর হামলা করতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৩, ২০২৪, ১১:৩৩ এএম

ইসরায়েলে ভয়ংকর হামলা করতে পারে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলে ভয়ংকর প্রতিশোধমূলক হামলা করতে পারে ইরান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক ফোনালাপে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত এই আশঙ্কা প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সম্প্রতি ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, গ্যালান্ত ও অস্টিন ইরানের হামলার হুমকির মুখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রস্তুতি ও কৌশলগত সমন্বয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইসরায়েলের সুরক্ষায় এরই মধ্যে সেখানে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে যাত্রা করেছে ও দ্রুতই সেটি গন্তব্যে পৌঁছে যাবে।

সম্প্রতি তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কমান্ডার শুকরি হত্যার ঘটনায় তোলপাড় হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

ইসমাইলি হানিয়া হত্যায় ইসরায়েলকে দায়ী করে এর কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই হুমকির পর থেকেই নেতানিয়াহুর চোখে ঘুম নেই। ইসরায়েলের সব সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বিশেষ করে ইসরায়েল সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে ইরানের রাশিয়া থেকে ক্রয়কৃত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। কারণ অত্যাধুনিক এই রুশ সমরাস্ত্রের হামলা প্রতিরোধের মতো কোনও ব্যবস্থা ইসরায়েলের কাছে নেই।

Link copied!