ইরান পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে, দাবি আইএইএ’র

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৪, ০৫:২৯ পিএম

ইরান পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে, দাবি আইএইএ’র

ছবি: সংগৃহীত

পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান। গতকাল বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাসের এক সপ্তাহ পর এই ইঙ্গিত এলো।

আইএইএ’র কাছ থেকে এএফপিকে পাঠানো বিবৃতিতে বলা হয়, আইএইএ তাদের সদস্যদের বলেছে যে নাতাঞ্জ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই জানতে পেরেছে আইএইএ।

আইএইএ বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরির মতো যথেষ্ট উপকরণ আছে।

গত সপ্তাহে ৩৫ সদস্যবিশিষ্ট আইএইএ’র গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। ২০২২ সালের নভেম্বরের পর এটি এই ধরনের প্রথম প্রস্তাব। এর প্রতিক্রিয়া তেহরান কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটা বিবেচনাপ্রসূত নয়।

সূত্র: রয়টার্স

Link copied!