ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলো আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

মে ২২, ২০২৪, ০১:৫০ পিএম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলো আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে

ছবি: এপি

গাজা উপত্যকায় ইজরায়েলের ক্রমবর্ধমান গণহত্যায় বিশ্বব্যাপী সৃষ্ট সরব প্রতিবাদ ও আলোড়নের মুখে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে স্পেন, আয়ারল্য্যান্ড এবং নরওয়ে।

আগামী ২৮ মে পশ্চিমা এই তিনটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বাকি দুটি দেশের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রভাব ফেলবে ইইউ’র বাকি দেশগুলোসহ জাতিসংঘে। সেইসঙ্গে এটি ইজরায়েল রাষ্ট্রের বিপক্ষে আরও জোরালো অবস্থানকে ইঙ্গিত করছে।

ইইউ’র ২৭ টি সদস্য দেশের মধ্যে ইতোপূর্বে সাতটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

ইউরোপীয় জোটটির অন্যান্য অপর দুই সদস্য মাল্টা ও স্লোভেনিয়া একই পথ অনুসরণ করতে পারে বলে জানিয়েছে।

অন্যদিকে জাতিসংঘের মোট ১৯০টি সদস্যদেশের মধ্যে প্রায় ১৪০টি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে।

 

Link copied!