ইসরায়েল-ইরান দ্বন্দ্ব: হামলা ঠেকাতে ইসরায়েলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩, ২০২৪, ০৯:৫২ এএম

ইসরায়েল-ইরান দ্বন্দ্ব: হামলা ঠেকাতে ইসরায়েলে বিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ছবি: গেটি ইমেজেস (প্রতীকী)

ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কায় আরও যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া তেল আবিবকে রক্ষায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন সূত্র।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা ফুয়াদ শুকর নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে উত্তেজনা।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ইসরায়েলি বাহিনীকে সহযোগিতার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়নের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

গত ৩১ জুলাই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইসমাইল হানিয়া তেহরানে গেলে সেখানেই তাকে হামলা করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। এ ছাড়া তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেন তিনি।

সূত্র: বিবিসি

Link copied!