ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ০৯:৩৪ এএম

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল

শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: রয়টার্স

ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার খবর নিশ্চিত করেছে  মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ।

খবরে বলা হয়েছে, ইরানের ইস্পাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র আছে বলেও উল্লেখ করা হয়েছে। হামলার ঘটনায় ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়ার কথাও জানায় মার্কিন সম্প্রচারমাধ্যম।

গত ১৩ এপ্রিল ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার আগে থেকে দামেস্কে কনস্যুলেটে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে দেশটি। দিতে থাকে একের পর এক হুঁশিয়ারি। পরবর্তীতে ইরানের হামলার পর থেকে ইসরায়েলও একইভাবে প্রতিশোধস্পৃহার অগ্নিস্ফুলিঙ্গে জ্বলতে থাকে। সেই জ্বলনের ফলাফল আজকের এই হামলা।

সূত্র: ইরানি বার্তা সংস্থা ফার্স

Link copied!