চলতি সপ্তাহের রোববার রাফাহ শহরে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় বিশ্বব্যাপী চাপের মুখে থেকেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
এদিকে রোববারের হামলায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে চালিয়ে দেন নেতানিয়াহু। তিনি বলেন, “আমরা বেসামরিক লোকদের সুরক্ষার বিষয়ে সতর্ক ছিলাম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বেসামরিক লোকদের সুরক্ষা নিশ্চিতে সবসময় সচেষ্ট আছে।”
মঙ্গলবার রাফাহ শহরে হামলা ইস্যুতে আলজিয়ার্সের সঙ্গে জাতিসংঘের জরুরি বৈঠকের কথা আছে। গতকাল সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেনস বলেন, “রাফাহ শহরে আশ্রয়প্রার্থী নিরপরাধ লোকদের হত্যা করা হয়েছে। গাজায় এখন বেসামরিক লোকদের জন্য আর কোনো নিরাপদ জায়গা থাকল না।”
বিবৃতিতে গাজায় ভয়ংকর ত্রাস সৃষ্টি বন্ধের আহ্বান জানানো হয় ইসরায়েলকে।
সূত্র: বিবিসি