ক্যামেরুনকে নেতানিয়াহু

‘ইরানকে মোকাবেলায় যা দরকার, তাই করবো’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৪, ০৫:০২ পিএম

‘ইরানকে মোকাবেলায় যা দরকার, তাই করবো’

ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে সেটা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরুনকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তেল আবিব কর্তৃপক্ষ নিজেদের ‘সিদ্ধান্ত’ নিজেরাই নিতে জানে। ইরানকে মোকাবেলার জন্য ‘যা দরকার হবে, তাই করবে ইসরায়েল’।

বুধবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে লর্ড ক্যামেরুন নেতানিয়াহুর সঙ্গে আলাপের প্রসঙ্গ তুলে বলেন, ‘নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বারবার ইরানের হামলার প্রতিশোধের কথা বলেছেন। আমি তাকে বলেছি, এই প্রতিশোধ যেন ‘অপরিণামদর্শী’ না হয় এবং সীমিত পরিসরে হয়।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্যের সংহতি চেয়েছেন এবং ইরানকে আতঙ্কে রাখতে সহযোগিতার আবেদন করেছেন। আমরা আশা করবো, ইসরায়েল (ইরানের বিরুদ্ধে) যাই করুক, তা যেন সীমিত পরিসরে হয়।’

গত ১ এপ্রিল দামেস্কে কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এবং ইসরায়েলকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দেয়। যদিও তেল আবিব ইরানের এই অভিযোগ অস্বীকার করতে থাকে। সিরিয়ার দামেস্কে হামলার প্রতিক্রিয়ায় একের পর এক হুঁশিয়ারির পর ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা করেই বসে। এরপর ইহুদিবাদী দেশটিও ইরানকে মোকাবেলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে।

সূত্র: বিবিসি

Link copied!