জুলাই ১৩, ২০২৪, ১০:৪১ পিএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়া আল-মাওয়াসি এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৩ জুলাই) ইসরায়েলের এ হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, “তাদের নেতাদের লক্ষ্যস্থল করার যে দাবি ইসরায়েল করেছে তা মিথ্যা এবং হামলাটিকে বৈধতা দেওয়াই এর উদ্দেশ্য।”
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় দেইফের পাশপাশি হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামাকেও লক্ষ্যস্থল করা হয়েছিল। ৭ অক্টোবরের যে হামলা নয় মাস ধরে চলা গাজা যুদ্ধের সূচনা করেছে তার মূল পরিকল্পনাকারীদের মধ্যে এ দু’জনও আছেন বলে দাবি তাদের।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেইফ ইসরায়েলের সাতটি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন, সর্বশেষ চেষ্টাটি হয়েছিল ২০২১ সালে। তিনি কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে আছেন। বিভিন্ন আত্মঘাতী হামলায় বহু ইসরায়েলির মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এ হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। গাজা ভূখণ্ডের যে এলাকায় হামলাটি হয়েছে সেই আল-মাওয়াসি একটি নির্ধারিত মানবিক এলাকা। ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার যেসব নির্দেশ দিয়েছে সেগুলোতে তাদের বারবার এই এলাকাটিতে চলে যাওয়ার জন্য বলা হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী আকাশ থেকে নেওয়া ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে, “বেসামরিকদের মধ্যে লুকিয়ে আছে সন্ত্রাসীরা।”
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, “যেখানে আঘাত হানা হয়েছে সেটি খোলা একটি এলাকা, চারদিকে গাছপালা, বেশ কয়েকটি ভবন এবং ছাউনি আছে।”
এ হামলায় আহত অনেককে নিকটবর্তী নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। এই হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এতো আহতকে চিকিৎসা দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, ইসরায়েলি হামলার তীব্রতার কারণে ‘তারা আর কাজ চালিয়ে নিতে পারছেন না’ আর চিকিৎসা সরবরাহেরও প্রকট অভাব রয়েছে।
হামাস পরিচালিত গণমাধ্যম দপ্তর বলেছে, এ হামলায় অন্তত ১০০ জন নিহত ও আহত হয়েছেন, তাদের মধ্যে বেসামরিক জরুরি পরিষেবার লোকজনও আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শান্ত এলাকায় হঠাৎ চালানো এ হামলায় সবাই বিস্মিত হয়ে গেছে। সেখানে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে আর যে আহতদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু উদ্ধারকর্মী আছেন বলে জানিয়েছেন তারা।
৩০ বছর ধরে হামাসের বিভিন্ন র্যাঙ্ক পেরিয়ে শীর্ষে আসেন দেইফ। তিনি গোষ্ঠীটির টানেল নেটওয়ার্ক ও বোমা তৈরির দক্ষতা গড়ে তোলেন বলে হামাসের বিভিন্ন জন জানিয়েছে।
মার্চে ইসরায়েল দাবি করে, তারা দেইফের ডেপুটি মারওয়ান ঈসাকে হত্যা করেছে। কিন্তু তার মৃত্যু হয়েছে কি না, হামাস তা নিশ্চিত বা অস্বীকার করেনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির পশ্চিমে উদ্বাস্তু লোকজনের জন্য গড়ে তোলা গাজা শিবিরের একটি মসজিদে ইসরায়েলের হামলায় আরও অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।