জুন ১১, ২০২৪, ১১:৪৫ এএম
গাজায় রক্তক্ষয়ী অভিযানের মধ্য দিয়ে ৪ জিম্মিকে উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ভয়ংকর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের অত্যাধুনিক যুদ্ধবিমানকে ধাওয়া করেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রস্তুত করা অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে গাজায় যে যুদ্ধবিমানে করে বোমা ফেলা হচ্ছে, এবার সেই যুদ্ধবিমানই লেবাননের যোদ্ধাদের কাছে তাড়া খেলো। বলা হচ্ছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এবারই প্রথম এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ইসরায়েলি সেনারা।
রোববার দক্ষিণ লেবাননের আকাশে উড্ডয়নকারী এমন একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধাওয়া করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর একটি ইউনিট।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, হিজবুল্লাহ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধাওয়ার মুখে পড়লেও গুরুতর হুমকির সম্মুখীন হয়নি ইসরায়েলি যুদ্ধবিমানটি। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হলো। উল্লেখ্য, ৭ অক্টোবরের একদিন পরই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে লেবাননের সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ।
ইসরায়েলি বিমান লক্ষ্য করে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই টায়ার শহরের উপকণ্ঠে ড্রোন হামলার মাধ্যমে হিজবুল্লাহর পুরো দলটিকে হত্যা করা হয় বলে দাবি করেছে আইডিএফ। তবে বিষয়টি নিয়ে এখনও কিছু বলেনি ইরানপন্থি হিজবুল্লাহ।