লেবাননের ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২৪, ০৭:৪১ পিএম

লেবাননের  ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

প্রতীকী ছবি

জাতিসংঘের টহল সীমানা থেকে প্রায় এক হাজার ৩০০ ফুট (৪০০ মিটার) দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে "নিকট-পরিসরের এনকাউন্টারে" নিযুক্ত রয়েছে। আর হিজবুল্লাহর দাবি করেছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

লেবাননের সেনাবাহিনী ইসরায়েলি আক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেছে। জাতিসংঘের টহল সীমানা যা ইসরায়েল এবং লেবানন থেকে অধিকৃত গোলান হাইটসকে আলাদা করেছে, সেই ব্লু লাইন পেরিয়ে প্রায় ৪০০ মিটার দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে ইসরায়েল।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তাদের যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে। যা দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের হত্যা ও আহত করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে লেবানন অভিযানে তাদের প্রথম এক সেনা নিহত হয়েছেন। আইডিএফ ঘোষণা দিয়ে বলেছে, সৈন্যরা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করা অবস্থায় দক্ষিণ লেবাননে কমান্ডো ব্রিগেডের ২২ বছর বয়সী এক সেনা নিহত হয়েছেন।

Link copied!