হামাসের হাতে জিম্মি ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার

এএফপি

নভেম্বর ১৭, ২০২৩, ০৬:৩০ পিএম

হামাসের হাতে জিম্মি ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

হামাসের হাতে জিম্মি থাকা এক নারী সেনাসদস্যের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার  ( ১৭ নভেম্বর ) নোয়া মারকিয়ানো (১৯) নামের ওই নারী সেনার লাশ উদ্ধারের কথা জানানো হয়। এই সপ্তাহের শুরুতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার আল–শিফা হাসপাতালের পাশে একটি স্থাপনা থেকে নোয়া মারকিয়ানোর লাশ উদ্ধার করেছেন তাঁরই সহকর্মী অন্য সেনারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাস প্রায় ২৪০ ইসরায়েলিকে গাজায় ধরে নিয়ে জিম্মি করে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গত ৭ অক্টোবর নোয়াকে অপহরণ করে হামাসের সন্ত্রাসীরা। এরপর তাঁকে হত্যা করে। সেনাবাহিনী নোয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

এ সপ্তাহের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, হামাসের হাতে জিম্মি নোয়াকে হত্যা করা হয়েছে। তবে হামাস দাবি করে, তাদের সদস্যদের হাতে নয়, ইসরায়েলি ওই সেনার মৃত্যু হয়েছে তাঁদেরই বোমা হামলায়।

 

 

Link copied!