ফরাসি সেনাকে দেশ ছাড়তে বললো আইভরি কোস্ট

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৫, ১২:৩১ পিএম

ফরাসি সেনাকে দেশ ছাড়তে বললো আইভরি কোস্ট

ছবি: সংগৃহীত

বছরের প্রথম দিনে ফরাসি সেনা বাহিনীকে দেশ ছাড়ার কথা বললো আইভরি কোস্ট। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এই দেশটি। কয়েক দশক ধরে সেখানে ফরাসি সেনার ঘাঁটি আছে। সেই ঘাঁটি সরিয়ে নেয়ার কথা বলল দেশটি। খবর ডিডব্লিউ বাংলা।

বছর শেষের ভাষণে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে অউতারা জানিয়েছেন, জানুয়ারি থেকেই ধীরে ধীরে ফ্রান্সকে সেনা সরিয়ে নিতে হবে।

আফ্রিকার একাধিক দেশে দীর্ঘদিন ধরে সেনা ঘাঁটি ছিল ফ্রান্সের। কিন্তু ক্রমশ প্রায় সমস্ত দেশই ফ্রান্সকে সেনাঘাঁটি সরিয়ে নেয়ার কথা বলেছে। এবার সেই দলে যোগ দিল আইভরি কোস্ট। এর আগে মালি, বুরকিনা ফাসো, নাইজার থেকে ফ্রান্সকে সেনাঘাঁটি সরাতে হয়েছে। উল্লেখ্য, এই প্রতিটি দেশেই এক সময় ফরাসি উপনিবেশ ছিল।

কিছুদিন আগে সেনেগাল এবং চাদ ফ্রান্সকে সেনা সরাতে বলেছে। প্রায় প্রতিটি দেশই চীন এবং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকায় মাত্র আর দুইটি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে।

Link copied!