ভোটের ফল ঘোষণার আগেই কারাগারে ফিরছেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২, ২০২৪, ১২:৫৭ পিএম

ভোটের ফল ঘোষণার আগেই কারাগারে ফিরছেন কেজরিওয়াল

শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। আগামী ৪ জুন দেশটিতে ভোটের ফল ঘোষণা করা হবে।

ভোটের ফল ঘোষণার আগেই কারাগারে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মদ-নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার কারণে আজই কারাগারে ফেরার কথা আছে কেজরিওয়ালের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) এক পোস্টে বলা হয়, ২১ দিন ভোটের প্রচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন সুপ্রিম কোর্ট। আজ তিহারে গিয়ে আত্মসমর্পণ করবো। বিকেল তিনটার দিকে বাসা থেকে বের হবো। আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবো। সেখান থেকে আমি হনুমানজির আশীর্বাদ নিতে কর্নট প্লেসের হনুমান মন্দিরে যাবো। এরপর দলীয় কার্যালয়ে গিয়ে সব কর্মী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করে আবার তিহারের উদ্দেশে রওনা হবো।

দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গ্রেপ্তার হওয়ার পর শীর্ষ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তিহার কারাগারে ফিরবেন তিনি।

লোকসভা ভোটের প্রচারের সুযোগ দিতেই কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। কিন্তু আদালত তাকে ভোট শেষের একদিন পরে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

সূত্র: এনডিটিভি

Link copied!