ছবি: সংগৃহীত
ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আগুনে আটকে পড়া অনেকে জীবন বাঁচাতে ভবনটি থেকে লাফ দেন। আবার অনেকেই ছাদে উঠে যান।
কলকাতা পুলিশের প্রধান মনোজ ভার্মা সাংবাদিকদের জানান, হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার পর তা এখন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
তিনি কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) ভবনটি থেকে আগুনের লেলিহান শিখার ছবি প্রকাশ রেছে। তারা জানিয়েছে, জানলা এবং সরু কার্নিশ ধরে অনেককে হোটেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা গেছে।
কলকাতার ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা জানিয়েছে, আগুন থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দিয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
ভার্মা আরও জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।