ফ্রান্সে উগ্র ডানপন্থীদের রুখে জয়ের দিকে বাম

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৪, ০৩:১৮ এএম

ফ্রান্সে উগ্র ডানপন্থীদের রুখে জয়ের দিকে বাম

ছবি: সিএনএন

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে উগ্র ডানপন্থীরা শেষমেশ দ্বিতীয় দফায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)। রোববার (৭ জুলাই) দেশটির বুথফেরত জরিপে দ্বিতীয় দফার ভোটগ্রহণের এই চিত্র উঠে আসে। জানা গেছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালি।

ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের বুথফেরত জরিপের তথ্য অনুযায়ী ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২-২১৫টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। এই জোটটি পেতে পারে ১৫০-১৮০টি আসন। আর ১১৫-১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র‌্যালি।

এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট ও উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালির নেতারা। অন্যদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান বাম জোটের নেতারা। প্রাথমিক ফল ঘোষণার বাম সমর্থকরা ফ্রান্সের রাজধানী প্যারিসসহ অন্যান্য শহরে আনন্দ মিছিল করেছে।

ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে। এতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি।

নিউ পপুলার ফ্রন্টের নেতারা বলছেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানানোর আশা করছেন তারা।

গত ৩০ জুন ফ্রান্সে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন)। অন্যদিকে প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পায় বামপন্থি দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। ম্যাক্রোঁর দল ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে নেমে যায়।

সূত্র: বিবিসি

Link copied!