ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু, প্রার্থী যারা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৪, ১০:৫৬ এএম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু,  প্রার্থী যারা

সংগৃহীত ছবি

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। প্রথম দফায় ১০২ আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিন আসন- জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্র।

ভোট শুরু হয়েছে দেশের ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে। শুক্রবার (১৯ এপ্রিল) অরুণাচল রাজ্যের ৬০ ও সিকিমের বিধানসভার ৩২ আসনেও নির্বাচন হচ্ছে।

পশ্চিমবঙ্গের যে ৩ আসনে ভোট শুরু হয়েছে, সেগুলো হলো কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। কোচবিহারে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপির নিশীথ প্রামাণিক, কংগ্রেসের পিয়া রায় চৌধুরী ও বামফ্রন্টের শরিক ফরোয়ার্ড ব্লকের নীতীশ চন্দ্র রায়।

জলপাইগুড়ি আসনে লড়ছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির জয়ন্ত কুমার রায়, বাম ফ্রন্টের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ।

আলিপুরদুয়ারে লড়ছেন তৃণমূলের প্রকাশ চিক বরাইক, বিজেপির মনোজ টিগ্গা, বাম ফ্রন্টের মিলি ওঁরাও।

প্রথম পর্বের ভোটের দিন আজ নির্ধারিত হবে ভারতের আট কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্যও। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের। নিশীথ দাঁড়িয়েছেন কোচবিহার আসনে। এ আসনেরই সংসদ সদস্য তিনি।

এই ৩ আসনে আরও লড়ছেন ছোটখাটো রাজনৈতিক দলের ও নির্দলীয় প্রার্থীরা। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে এই ৩ আসনে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা।

ওই নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২, বিজেপি ১৮ ও কংগ্রেস দুটি আসনে। বাম ফ্রন্ট ছিল শূন্য। আর গোটা দেশের ৫৪৩ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩, কংগ্রেস ৫২, তৃণমূল ২২, সমাজবাদী পার্টি ৫, বহুজন সমাজ পার্টি ১০, ডিএমকে ২৩, ওয়াইএসআর কংগ্রেস ২২ ও টিডিপি দুই আসনে।

এবার পশ্চিমবঙ্গে ভোট দেবেন ৭ কোটি ৬৯ লাখ ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ৩ কোটি ৮৫ লাখ ৩০ হাজারের বেশি। নারী ৩ কোটি ৭৩ লাখ ৪ হাজারের বেশি। রাজ্যে আরও রয়েছেন ট্রান্সজেন্ডার ১ হাজার ৮৩৭ ভোটারও।

আজ পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট দিচ্ছেন ৫৬ লাখ ২৬ হাজার ১০৮ ভোটার। মোট ভোটকেন্দ্র করা হয়েছে ৫ হাজার ৮১৪টি। এর মধ্যে স্পর্শকাতর কেন্দ্র ৮৩৭টি।

Link copied!