মার্চ ১৯, ২০২৫, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
৯ মাস পর মহাকাশ আটকে থেকে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস। এবার ভারতের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দেশের মেয়ে’ সুনীতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন। একইসঙ্গে জানালেন, মহাকাশ বিজ্ঞান বা স্পেস সায়েন্স নিয়ে তিনিও পড়াশোনাও করেন।
এসময় সুনীতা উইলিয়ামসকে শুভেচ্ছাও জানান তিনি।
দীর্ঘ অপেক্ষার পর বুধবার পৃথিবীতে ফিরেছেন নাসার দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাদের প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে স্বস্তি আর আনন্দের আবহ। তার উপর সুনীতা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাকে ঘিরে উচ্ছ্বাসের পারদ চড়েছে। ‘ভারতকন্যা’র মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী।
এদিন সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন জানিয়েছিলেন তিনি। পরে বিধানসভায় দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন মমতা। বলেন, “বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা। তাদের প্রত্যেকের উপর দিয়ে শারীরিক দুর্যোগ গিয়েছে। রেসকিউ টিমকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা।”
এদিন কল্পনা চাওলারও স্মৃতিচারণ করেন মমতা। ভারতীয় বংশদ্ভুত কল্পনার ফেরার পথে মহাকাশযানে কী কী সমস্যা হয়েছিল, যার জন্য তিনি পৃথিবীতে ফিরতে পারেননি তা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানালেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনিও পড়াশোনা করেছেন।
মুখ্যমন্ত্রীর কথায়, “কল্পনা চাওলাও গেছিলেন। ফিরতে পারেননি। স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে ফিরে আসে। এই মহাকাশ যানেরও কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। এটায় আসলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলাদের যেটা হয়েছিল। সেই জন্য এতগুলো মাস তাদের মহাকাশে আটকে থাকতে হল। রেসকিউ টিমকেও বিশেষ ধন্যবাদ।”
মহাকাশে স্পেস স্টেশনে থাকার মেয়াদের নিরিখে রেকর্ড গড়েছেন সুনীতা। তার এই অনন্য কীর্তির জন্য ‘ভারতকন্যাকে’ ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন মমতা। বলেন, “সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্র সরকারের কাছে তাকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি।” তিনি নিয়মিত সুনীতাদের খোঁজখবর নিতেন বলেও জানিয়েছেন মমতা। তার কথা, “মানসিক যন্ত্রণায় ওদের এক-একটা দিন গিয়েছে। টর্নেডো গিয়েছে মনের উপর দিয়ে। রোজ খবর নিতাম, কী অবস্থা। দেখলাম দুটো দেশ এগিয়ে এসে নাসাকে সাহায্য করল। ফ্লোরিডায় তারা অবতরণ করেছে। তাদের অভিনন্দন জানাচ্ছি।”